বড়দিন থেকেই চলছে শীতের দাপট। তবে বর্ষশেষে বৃষ্টির সম্ভাবনা আছে। এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। হাওয়া অফিসের তরফে জানান হয়েচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আকাশও মেঘলা থাকবে। দাপট বাড়বে কুয়াশারও। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বছরের শেষদিনগুলিতে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করতে শুরু করলেই শীতের আবহাওয়া বদলাবে দুর্যোগে। আগামী ২৮ ও ২৯ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান‌ বীরভূম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালে ও রাতে কুয়াশার দাপট বাড়বে মহানগরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বছরের শুরুতে ফের জাঁকিয়ে রাজ্যে ব্যাটিং করবে শীত। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে এই বঙ্গে।

অন্যদিকে, কোভিড ধরা পড়ল ব্রিটেনফেরত চার যাত্রীর দেহে। আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ, এক জন মহিলা এবং পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর ওই চার জনের কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পরই চার জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

Find out more: