মহানগরীতে বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে ৫৪০ ছিল, গত ২৪ ঘণ্টায় তা দ্বিগুণের বেশি বাড়ল। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি পৌঁছে গেল। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। মহানগরীতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলা ভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা রয়েছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা উত্তর পরগনায় দেড়শোর কাছাকাছি ছিল। বৃহস্পতিবার তা বেড়ে ৩০০ পার করল।

অন্যদিকে, বার কলকাতা কর্পোরেশনে করোনার থাবা। কোভিডে আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। অতিমারির ছোবলে আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের ঘরের আরও এক কর্মীও। করোনা আক্রান্ত হয়েছেন বরো চেয়ারম্যান সাধনা বোস। কর্পোরেশন সূত্রে খবর, এখনও করোনা আক্রান্ত হয়েছেন ২২ থেকে ২৫ জন কর্মীও। সামনেই নতুন বছর। শহরের রাস্তায় ঢল নামবে সাধারণ মানুষের। ওমিক্রন আতঙ্কে সেই ভিড় সামলাতে সতর্ক কলকাতা কর্পোরেশন। বুধবারই মেয়র ফিরহাদ হাকিম জানান, ভিড় এলাকাগুলোতে মাইকিং করা হবে। যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার থেকেই নিউ মার্কেট এলাকায় মাইকিং শুরু করেছে কলকাতা পুরনিগম। মাস্ক পরার জন্য মাইকিং করা হচ্ছে। উৎসবের সামাল দিতে প্রস্তুত কলকাতা পুলিসও। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। গত দু'সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। গত দু'সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ওই চিঠিতে।

Find out more: