দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ১ লাখের গন্ডি ছাড়িয়ে গেল দেশে দৈনিক সংক্রমণ। অন্যদিকে বাংলাতেও ১৫ হাজারের গন্ডি পেরল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি রেট ৭.৭৪ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। সংক্রমণের হার বাড়লেও, সুস্থতার হার নিঃসন্দেহে স্বস্তিজনক। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৮৩৬ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন।
সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত একদিনে মোট ৩৬,২৬৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৫,০৯৭), তামিলনাড়ু (৬,৯৮৩) এবং কর্ণাটক (৫,০৩১)। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখেও দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১৯ জন মারা গিয়েছেন। ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৭১,৩৬৩। একই সঙ্গে দেশে হু-হু করে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০০৭ জন। তবে তাঁদের মধ্যে ১,১৯৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
Find out more: