মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, করোনা আক্রান্তদের তালিকায় দুই চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্য দফতরের পাশাপাশি মালদহ জেলা পরিষদের ৩১ জন কর্মী কোভিড-১৯ আক্রান্ত। এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের দফতরে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। কোভিড পরিস্থিতিতে জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনে বা ভার্চুয়ালের মাধ্যমে করা হবে। অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ থাকলেই সম্পূর্ণ স্বাস্থ্য দফতরের নিদের্শিকা মেনে জেলা পরিষদে আসতে হবে।

অন্যদিকে, ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু ধীরে ধীরে কমবে শীতের আমেজ। আগামি তিনদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। উত্তরবঙ্গের অন্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। উত্তরবঙ্গের অন্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Find out more: