রবিবার পশ্চিমবঙ্গে সংক্রমণের সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যে ২৪ হাজার আক্রান্তের গণ্ডি টপকে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। এই অবস্থায় সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে 'প্রিকশন ডোজ' (Precaution Dose) বা 'বুস্টার ডোজ' (Booster Dose)। বড়দিনে দেশবাসীকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই 'প্রিকশন ডোজ' বা 'বুস্টার ডোজ' দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ওই ডোজ নিতে গেলে কী কী করতে হবে? ইতিমধ্যে এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
অন্যদিকে, ফের করোনার হানা কলকাতা পুলিশ সদস্যদের মধ্যে। নতুন করে করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ৯৯ জন সদস্য। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ১২ জন আইপিএস অফিসারও রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১ জন। ৯৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০ জন। শহর রক্ষার ভার যাঁদের কাঁধে সেই পুলিশ কর্মীদের উপর করোনার মুহুর্মুহু থাবা উদ্বেগে রেখেছে শহরবাসীদের। করোনা আবহে প্রথম সারির কর্মী হিসেবে কর্মরত পুলিশেরা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। প্রতিনিয়তই বাইরে বেরিয়ে শহর রক্ষা এবং সচেতনতা প্রচারের কাজে নামতে হয় তাঁদের। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের কোভিডে আক্রান্ত হওয়াকে স্বাভাবিক ভাবেই দেখছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
Find out more: