আজ অর্থাৎ সোমবার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন কোটি ৫৭ লক্ষ সাত হাজার ৭২৭। দৈনিক সংক্রমণের হার ১৩.২৯ শতাংশ। সুস্থতার হারও কিছুটা কমে ৯৬.৬২ শতাংশে দাঁড়িয়েছে। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ২৩ হাজার ৬১৯। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন। সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪৪ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, রবিবার পশ্চিমবঙ্গে সংক্রমণের সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যে ২৪ হাজার আক্রান্তের গণ্ডি টপকে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। এই অবস্থায় সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে 'প্রিকশন ডোজ' (Precaution Dose) বা 'বুস্টার ডোজ' (Booster Dose)। বড়দিনে দেশবাসীকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই 'প্রিকশন ডোজ' বা 'বুস্টার ডোজ' দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ওই ডোজ নিতে গেলে কী কী করতে হবে? ইতিমধ্যে এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Find out more: