দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আর দেশে এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যায় রেকর্ড হলো। কারণ, তিন লক্ষের গণ্ডি পার করেছে দেশের করোনা দৈনিক সংক্রমণে। বুধবার দেশের দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। যা আগের দিনের থেকে প্রায় ৩৫ হাজার বেশি। সংক্রমণে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের পটিজিভিটি রেট আরও বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট হয়েছে ১৬.০৬ শতাংশ।
তাহলে রাজ্যের চিত্রটা কেমন? রিপোর্ট অনুযায়ী, পজিটিভিটি রেট কমলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় এক হাজার। তবে লক্ষ্যনীয় বিষয় হল সোমবারের থেকে মঙ্গলবার স্যাম্পেল টেস্ট হল অনেকটাই বেশি। রাজ্যে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, গত একদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১,৪৪৭ জন। একদিন আগেই এই সংখ্যা ছিল ১০,৪৩০। পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড স্যাম্পেল টেস্ট হয়েছে ৬৭,৪০৪টি। একদিন আগে এই সংখ্যা ছিল ৫৩,৮২৪। ফলে স্যাম্পেল টেস্ট বাড়তেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ১৯,২৮,৯১৬ জন।
Find out more: