একেই বলে মাঘে শীতের দাপট। যথারীতি বাংলাকে কাঁপিয়ে দিচ্ছে শীত। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তের সম্ভাবনা আছে। আকাশে জমতে পারে মেঘ। অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সেই সঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ারও ইঙ্গিত রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার থেকে মেঘ জমার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও আছে। কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে। এর জেরে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। যদিও ২১ জানুয়ারি  দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ২২ জানুয়ারি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি কোচবিহার এসব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দুই বঙ্গেই ২৩ এবং ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে মাঘের শীতে থাবা বসাতে চলেছে বৃষ্টি। এই আচমকা বৃষ্টির কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়ার গতিপথ পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশেলে ফের ভিজতে চলেছে রাজ্য।


Find out more: