পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতাতে সকাল থেকই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। তবে শুধু কলকাতাই নয়, রাজ্যজুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনকী রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সব মিলিয়ে, মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। এ সবই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কারণে, যা উত্তুরে হাওয়ার গতি রুদ্ধ করছে। সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যা বঙ্গোপসাগর হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার সময় দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প রেখে দিয়ে গিয়েছে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে। তখন ফের রাতের তাপমাত্রা কমতে পারে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে। তখন ফের রাতের তাপমাত্রা কমতে পারে।  এই বৃষ্টিপাতের প্রভাবে আবারো চাষীদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Find out more: