উত্তরাখণ্ড বিধানসবা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ৫৩ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল (Ganesh Godiyal) শ্রীনগর (Srinagar) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিদায়ী বিধানসভার বিরোধী দলের নেতা প্রীতম সিং (Pritam Singh) চক্রতা (Chakrata) (ST) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত (Harish Rawat) এবং হরক সিং রাওয়াতের (Harak Singh Rawat) নাম, দলের প্রথম প্রার্থী তালিকায় স্থান পায়নি। হরক সিং রাওয়াত শুক্রবার দলে যোগ দিয়েছেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে হরিশ রাওয়াত হরিদ্বার-গ্রামীণ (Haridwar-Rural) এবং কিচ্ছা (Kichcha) বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সেখানে তিনি সাফল্য লাভ করেননি। রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার যশপাল আর্য (Yashpal Arya), যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তাকে তার বাজপুর-এসসি (Bajpur-SC) আসন থেকে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। আবার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইট করে শ্রাদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে মমতা একাধিক টুইট করেন। সেখানে লেখেন, ‘আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এর ফলে গোটা জাতি নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারবে এবং ‘দেশনায়ক দিবস’ পূর্ণমর্যাদায় পালন করতে পারবে।’ রবিবার টুইট করে নেতাজিকে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Find out more: