পাঁচ দিন পর কিছুটা নামল দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এই হার নেমে হয়েছে ১৫.৫২ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরল (২৬,৫১৪)।
অন্যদিকে, গত সপ্তাহের শুরুতেই লুক টেস্ট হয়েছে বাবুলের। বন্ধু রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হবে সেই ধারাবাহিক। পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তাঁর আগামী ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য বেছে নিয়েছেন বাবুলকে। তবে এব্যাপারে মুখ কুলুপ এটেছিলেন রাজ ও বাবুল দুজনেই। ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের(Debchandrima Singha Roy) বিপরীতে অভিনয় করার কথা ছিল বাবুলের। অসমবয়সী প্রেমের গল্প নিয়েই তৈরি রাজের ধারাবাহিকের চিত্রনাট্য। ধারাবাহিকের মুখ্য চরিত্র হলে মাসে ২২-২৩ দিন শুট করতে হবে। টানা শুটিং করলে রাজনীতির কী হবে, রাজনীতিতে সময় দেবেন কখন? শেষমেষ রাজনীতিই বাধা হয়ে দাঁড়াল বাবুলের অভিনয়ের। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের ব্যবহারে আপ্লুত তিনি। সোমবার এই চ্যানেলেরই অন্যতম জনপ্রিয় শো 'ধুলোকণা'র শুটিং করেন তিনি। সেখানে বাবুল সুপ্রিয় নিজের চরিত্রেই অভিনয় করবেন।
Find out more: