সরস্বতীর পুজোর আগের দিন বৃষ্টি তে ভেসেছিল বাংলা। ঠিক ১ সপ্তাহ পরে ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে  বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় থাকবে শীতের আমেজ। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই হাওয়া অফিস সূত্রের খবর। আপাতত আগামী ২৪ ঘণ্টায় শীতের আমেজ থাকবে। গতকাল রাজ্যে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামীকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশঃ পূর্ব দিকে অগ্রসর হবে বলে জানান হয়েছে। ফলে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দু'দিন রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও বুধবার বিকেলের পর থেকে বাড়বে তাপমাত্রা।

অন্যদিকে, কলকাতা পুরভবনকে কাগজের ভারমুক্ত (পেপারলেস অফিস) করার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। অন্তত বিভিন্ন সময়ের নির্দেশিকায় তেমনই ইঙ্গিত মিলেছে। কিন্তু সংশ্লিষ্ট নির্দেশিকায় ই-অফিসের কথা বলা হলেও তার বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনও তোড়জোড় এত দিন চোখে পড়েনি। অন্য অনেক ঘোষণার মতোই ই-অফিসের ঘোষণা এবং তার বাস্তবায়নে বিস্তর ফারাক রয়ে গিয়েছে। কিন্তু এ বার সেই ফারাক মেটাতেই ফের উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ। পুরসভার যাবতীয় কাজকর্ম ই-অফিসের মাধ্যমে পরিচালনার জন্য সম্প্রতি একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তার মধ্যে মেয়র পরিষদের বৈঠকের আলোচ্য বিষয় (অ্যাজেন্ডা) যেমন না-ছাপানোর কথা বলা হয়েছে, তেমনই যে সব ফাইল ইতিমধ্যেই কম্পিউটারে আপলোড করা হয়ে গিয়েছে, সেগুলি অনাবশ্যক প্রিন্ট করার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। এক পদস্থ পুরকর্তার কথায়, ‘‘এক দিকে ই-অফিসের কথা বলা হল, আবার একই সঙ্গে সেই ফাইল প্রিন্ট করা বা কাগজপত্রের উপরেই নির্ভর করা হলে তো ‘গো গ্রিন’ উদ্যোগেরই কোনও অর্থ থাকে না। তাই পরিবেশবান্ধব কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা হিসাবেই এই পদক্ষেপ।’’

Find out more: