এ বার থেকে সফরের ১২ ঘণ্টা আগে তা কাটতে পারবেন যাত্রীরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে একই তারিখের মধ্যে টিকিট কাটতে হবে। ১২ ঘণ্টা বা তার চেয়ে কম সময়ের ব্যবধানে তারিখ বদলে যাওয়ার সম্ভাবনা থাকলে টিকিট কাটার সময়ে সতর্ক থাকতে হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কিউআর কোড-নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হওয়ার পরে দৈনিক গড়ে ৭০-৮০ জন যাত্রী এই ব্যবস্থা ব্যবহার করছেন। আগের মতোই ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে এই টিকিট কাটা যাবে। তবে, পরের দিন মেট্রোয় সফর করার জন্য আগের রাতে টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকতে হবে। কারণ, রাত ১২টার পরে তারিখ পাল্টে গেলে টিকিটের বৈধতা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। সে ক্ষেত্রে তারিখ পরিবর্তিত হওয়ার পরেই টিকিট কাটার পরামর্শ দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই কিউআর কোড ব্যবহার করে এক বারে এক জন যাত্রীরই টিকিট কাটা সম্ভব।

অন্যদিকে, মঙ্গলবার ভারতীয় সেনা আধিকারিকরা জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার চিনার কর্পসের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলি এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্লক করা হয়েছে। এক সপ্তাহ ধরে অ্যাকাউন্টগুলো বন্ধ আছে। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ঘটনার কোনও কারণ জানানো হয়নি। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর-স্থিত ১৫ নম্বর কোর (‘চিনার কোর’ নামে পরিচিত) ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনস্থ। নিয়ন্ত্রণরেখায় (এলওসি) নজরদারির পাশাপাশি কাশ্মীর উপত্যকার সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই কোরের হাতে। সোশ্যাল মিডিয়ায় ওই সব অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সীমান্তপারের অপপ্রচারের জবাব দেওয়ার জন্য। এখন, সেই অ্যাকাউন্টই ব্লক থাকায় ভারত বিরোধী শক্তির হাত পোক্ত হবে বলেই মনে করছেন সেনাকর্তারা।

Find out more: