গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling) এবার তলব করা হল অনুব্রতকে। বুধবারই তৃণমূল সাংসদ দেবকে এই মামলায় নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার নোটিস গেল অনুব্রত মণ্ডলের কাছে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। গরু পাচারকাণ্ডে অনুব্রতকে এটি সিবিআইয়ের দ্বিতীয় নোটিস। এর আগে গত এপ্রিলে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু সেবার তিনি অসুস্থতার কথা বলে সেই হাজিরা এড়িয়ে যান। ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবজ থাকলেও গরু পাচারকাণ্ডে রক্ষাকবজ নেই অনুব্রতর। ফলে এবার বীরভূমের ‘হেভিওয়েট’ এই তৃণমূল নেতা কী করেন সেদিকেই নজর সকলের।

গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বুধবারই নাম জড়িয়েছে অভিনেতা-সাংসদ দেবের (Dev)। ঘাটাল (Ghatal) কেন্দ্রের তৃণমূল (TMC) সাংসদ (MP) দীপক অধিকারীকেও নোটিস পাঠিয়েছে CBI। আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছেকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তাঁর নাম। প্রসঙ্গত, এর আগে 'ভোট পরবর্তী অশান্তি' (Post-Poll Voilence Case) মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)-কে হাজিরা দিতে বলে CBI। যদিও পরে কলকাতা হাইকোর্টে স্বস্তি পান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি। আদালত জানায়, সিবিআই তদন্ত চলবে। তদন্তকারীদের সাহায্য করতে হবে অনুব্রত মণ্ডলকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। সিবিআই তদন্ত চলবে। তদন্তকারীদের সাহায্য করতে হবে অনুব্রত মণ্ডলকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।

Find out more: