কুণাল ঘোষের নিরাপত্তা বাড়িয়ে দিল নবান্ন। শনিবার থেকে তাঁকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর আগে পর্যন্ত কুণাল আদালতের নির্দেশে এক্স ক্যাটিগরির নিরাপত্তা পেতেন। তৃণমূলের অন্দরের সমীকরণে কুণাল সাংসদ তথা জাতীয় কর্মসমিতির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। সম্প্রতি অভিষেকের অপর ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ ২৪ পরগনার নেতা জাহাঙ্গিরের নিরাপত্তা তুলে নিয়েছিল নবান্ন। তার এক সপ্তাহের মধ্যেই কুণালের নিরাপত্তা বাড়ানো হল। এক্স স্তরের নিরাপত্তার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হয়। ওয়াই স্তরে এক অফিসার-সহ চার নিরাপত্তারক্ষী থাকেন। থাকে ‘এসকর্ট কার’।

অন্যদিকে, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি তার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সীমান্ত জেলা সফরের সময় বিজেপিকে তিব্র আক্রমন করেন। তিনি বলেছেন যে বিজেপি "এই দেশকে ভাগ করার জন্য তৈরি"। মুফতি বলেন, সাম্প্রতিক হিজাব বিতর্ক তার আরেকটি উদাহরণ। তিনি আরও বলেন যে সবাই এটা বুঝতে ব্যর্থ হয় যে "হিজাব" বা "ঘোমটা" ঐতিহ্যের অংশ এবং কেন তারা এটি পরিবর্তন করতে চায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, তিনি বলেন, "বিজেপি নির্বাচনে সুবিধা পেতে পরিস্থিতির মেরুকরণ করতে চায় এবং এটি মুসলিম শিশুকন্যাদেরকে শিক্ষা থেকে দূরে রাখার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।" পিডিপি প্রধান জোর দিয়ে বলেন যে ভারত জুড়ে নেতাদের এই বিষয়ে অবস্থান নেওয়া উচিত। "ড্রেস কোড সংস্কৃতির অংশ। তারা এই গান্ধীর ভারতকে গডসের ভারতে রূপান্তর করার চেষ্টা করছে," তিনি বলেন, "তারা সবার জীবনকে কঠিন করে তুলতে চায়।"

Find out more: