বুধবার থেকে স্কুল খুললেও অনেক বেসরকারি স্কুলই প্রথম দিন পড়ুয়াদের স্কুলে আনার পক্ষপাতী নয়। তারা সিদ্ধান্ত নিয়েছে, সপ্তম থেকে প্রথম শ্রেণির পড়ুয়াদের পর্যায়ক্রমে স্কুলে আনা হবে। পরে নতুন শিক্ষাবর্ষ থেকে সব পড়ুয়া আসবে। কিছু স্কুল কর্তৃপক্ষ আবার জানিয়েছেন, বর্তমানে অনলাইনে পরীক্ষা চলায় তাঁরা এখন আর পড়ুয়াদের স্কুলে আনবেন না। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির তরফে অঞ্জনা সাহা জানিয়েছেন, তাঁদের স্কুলে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণির অনলাইন পরীক্ষা চলছে। ২৫ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার পরে মাঝেমধ্যে স্কুলে ডাকা হতে পারে পড়ুয়াদের। তবে নিয়মিত আসতে বলা হবে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে। ক্যালকাটা বয়েজ় স্কুলের অধ্যক্ষ রাজা ম্যাকগিও জানান, এখন অনলাইন পরীক্ষা চলছে। প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের একদম নতুন শিক্ষাবর্ষেই ডাকা হবে।
অন্যদিকে, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘর ভেঙেছে। তাঁর ভগ্নিপতি ও ভাগ্নের সঙ্গে ভাইপো সৌরভ সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার লিফলেট বিলি করে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং। শুধু তাই নয়, তাঁর বিরোধী তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল রাউতকে যোগ্য বলে মনে করে তাঁর সমর্থনেই ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং। অভিনব এই ঘটনাস্থল অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ড। কেন তিনি এমন কাজ করলেন? এই বিষয়ে রবীন্দ্র সিং বলেন, ‘গোপালবাবু অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আমি দাঁড়াবো না। বরং একসঙ্গে উন্নয়নমূলক কাজ করতে চাই। তাই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
Find out more: