দেশে কমল দৈনিক করোনা সংক্রমণের হার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ভারতে ৩০,৭৫৭টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৪১ জন মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা ৫,১০,৪১৩ হয়েছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা হয়েছে ৩,৩২,৯১৮। ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ সংক্রমণের ঘটনা কমেছে ৩৭,৩২২টি। দেশে আজ ৬৭,৫৩৮জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৪,১৯,১০,৯৮৪জন। সক্রিয় সংক্রমণ বর্তমানে মোট সংক্রমণের ০.৭৮ শতাংশ। যেখানে কোভিড -১৯ থেকে সুস্থতার জাতীয় হার ৯৮.০৩ শতাংশ। মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ২.৬১ শতাংশ রেকর্ড করা হয়েছে। যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার ৩.০৪ শতাংশ।
অন্যদিকে, অশ্বিনী কুমার খুব জনপ্রিয় জননেতা ছিলেন, এমন কথা কেউ বলেন না। কিন্তু সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী নেতৃত্বের কাছে এত দিন এতটাই গুরুত্ব পেয়ে এসেছেন যে, তাঁকে কংগ্রেসের ‘তাত্ত্বিক নেতা’ বলতেন অনেকে। সেই অশ্বিনীর দলত্যাগ ও তার প্রতিক্রিয়া আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পাঁচ রাজ্যের ভোটে প্রতাপশালী বিজেপিকে মোকাবিলা করতে নামা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে চিড়টা ক্রমেই যেন ফাটলে পর্যবসিত হচ্ছে। মৃদুভাষী অশ্বিনীর দলত্যাগে প্রথম মুখ খোলেন কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ, যিনি দল ছাড়তে পারেন বলে ঘোর আশঙ্কা কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশের। আজ়াদ বলেন, “এই ভাবে একের পর এক নেতার দল ছেড়ে যাওয়াটা খুবই উদ্বেগের বিষয়।”
Find out more: