আইডি ভর্তি দুই ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় দিল্লির দুই এলাকায়। যদিও পুলিসি তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা। সীমাপুরী ও শাহদরা এলাকা থেকে ওই বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিস। এরপরই গোটা ঘটনাটির জন্য এনএসজিকে তলব করা হয়েছে বলে সংবাদসংস্থা আইএনএস সূত্রে খবর। তবে দিল্লি পুলিসের স্পেশাল সেলের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সংবাদসংস্থাকে এক পুলিস আধিকারিক জানিয়েছে, "২.১৫ নাগাদ পুলিসের কাছে একটি বোম রয়েছে এমন হুমকির কল আসে। শাহদরা জেলায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায়। সেটি পরীক্ষা করতেই দেখা যায় যে তা বিস্ফোরক ভর্তি। এরপর আরও একটি কল আসে। সেটি পাওয়ার পরই নিউ সীমাপুরী থেকে উদ্ধার হল আইইডি ভর্তি ব্যাগ।"
অন্যদিকে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা-ও দু’ডিগ্রি কম। আবহবিদেরা জানাচ্ছেন, রবিবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেমন বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বৃহস্পতিবার জানান, ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এবং সেই জলীয় বাষ্প থেকেই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। সেই জলীয় বাষ্প থেকেই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে।
Find out more: