গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবারই তাঁকে আদালতে তোলা হচ্ছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। জানা গিয়েছে, গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case/ Cattle Smuggling Case) আর্থিক তছরুপের তদন্ত করছে ইডি। গরুপাচারের টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে গিয়েছে কিনা? কোন কোন প্রভাবশালীর কাছে সেই টাকা গিয়েছে? মূলত সেই তদন্ত তালাচ্ছেন তদন্তকারীরা। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনামুলকে শনিবার দিল্লিতে সমন পাঠানো হয়। এরপর ওইদিনই তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর ওইদিনই তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদলতে আত্মসমর্পণ করেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআই--এর হাতে। প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে ২০২১ সালে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন এনামুল। কিন্তু তা খারিজ হয়ে যায়। শেষে গত জানুয়ারিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। একুশের বিধানসভা ভোটের আগে কয়লা ও গরু পাচার কাণ্ডে অত্যন্ত সক্রিয় হতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। চলে একাধিক ধরপাকড়। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছু বিশিষ্টকে। এ দিকে এর আগেও এনামুলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সীমান্ত বাহিনীর কমান্ডারকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে বিএসএফ জওয়ান সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই উঠে আসে এই এনামুলের নাম।
Find out more: