আজ উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন। রয়েছে হেভিওয়েট মন্ত্রীদের ভাগ্য পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসী (Varanasi) এবং এর আশেপাশে অঞ্চলে নির্বাচনী লড়াইয়ের দিকে চোখ রয়েছে সোমবার। বারাণসী এবং এর আশেপাশের আটটি জেলার জন্য সপ্তম এবং চূড়ান্ত রাউন্ডের ভোট হচ্ছে ৭ মার্চ। সপ্তম পর্বে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের অনেক বরিষ্ঠ মন্ত্রীদের নির্বাচনী ভাগ্য নির্ধারণ হবে। এই তালিকায় রয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী (Backward Classes Welfare Minister) অনিল রাজভর (Anil Rajbhar), সংস্কৃতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) (Culture Minister (Independent Charge) ) নীলকান্ত তিওয়ারি (Neelkanth Tiwari), আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী (Housing and Urban Planning Minister) গিরিশ যাদব (Girish Yadav), স্ট্যাম্প, কোর্ট ফি এবং নিবন্ধন বিভাগের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) (Minister of State (Independent Charge) for stamp, court fee and registration department) রবীন্দ্র জয়সওয়াল (Ravindra Jaiswal) সহ বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী।
অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা হলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী (Minister of State for Power) রমাশঙ্কর সিং প্যাটেল (Ramashankar Singh Patel), সমবায় প্রতিমন্ত্রী (Minister of State for Cooperatives) সঙ্গীতা যাদব বলওয়ান্ত (angeeta Yadav Balwant) এবং প্রতিমন্ত্রী (Minister of State) সঞ্জীব গোন্ড (Sanjeev Gond)। শেষ দফায় প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী দারা সিং চৌহানের (Dara Singh Chauhan) মতো বিজেপির বিদ্রোহীদের ভাগ্যও নির্ধারণ হবে। দারা সিং এবারের নির্বাচনে সপা (SP) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গা প্রসাদ যাদব (Durga Prasad Yadav) এই সপ্তম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী। অন্যান্য পরিচিত প্রার্থীরা হলেন আলামবাদি আজমি (Alambadi Azmi), ললাই (Lalai) থেকে শৈলেন্দ্র যাদব (Shailendra Yadav), বিজয় মিশ্র (Vijay Mishra), ওমপ্রকাশ রাজভার (Omprakash Rajbhar), তুফানি সরোজ (Tufani Saroj), ধনঞ্জয় সিং (Dhananjay Singh) এবং মাফিয়া মুখতার আনসারির (Mukhtar Ansari) ছেলে আব্বাস (Abbas)।
Find out more: