সোমবার উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতে ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও এ বার বিধানসভা ভোট হয়েছিল। সংশ্লিষ্ট চার রাজ্যের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসও প্রকাশিত হয়েছে সোমবার।
কৃষক আন্দোলনের অভিঘাতে পশ্চিম উত্তরপ্রদেশে কিছুটা ধাক্কা খেলেও অওধ, পূর্বাচল, বুন্দলখণ্ডের মতো এলাকায় এসপি জোটের তুলনায় পদ্ম-শিবির অনেকটাই এগিয়ে থাকবে বলে এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা জানাচ্ছে। ২০১৭ সালের বিধানসভা ভোটে সহযোগীদের নিয়ে ৩২৫টি জিতেছিল বিজেপি। একক ভাবে ৩১২টি। এ বার বুথ ফেরত সমীক্ষায় বিজেপি-কে সবচেয়ে বেশি আসন দিয়েছে টুডে’স চাণক্য— ২৯৮টি। অন্য দিকে, গত বার ৪৭ আসন জেতা অখিলেশের দলের ঝুলিতে দ্বিগুণেরও বেশি বিধানসভা কেন্দ্র আসতে পারে বলে প্রায় সবগুলি সমীক্ষার পূর্বাভাস। প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি এবং রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস উত্তরপ্রদেশে এ বারের ভোটে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলেও ওই সমীক্ষাগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি এবং তার সহযোগীরা মিলে ২২৮-২৪৪টি আসন জিততে পারে। এসপি-র নেতৃত্বাধীন জোট ১৩২-১৮৮, বিএসপি ১৩-২১, কংগ্রেস ৪-৮ এবং নির্দল ও অন্যেরা ২-৬ টি আসন পেতে পারে বলে ওই সমীক্ষার ইঙ্গিত।
Find out more: