নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠক করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিনিধিরাও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানে 'ডিসেন্ড'-এর ঘটনায় শনিবারই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট চান স্বরাষ্ট্র সচিব। এখন AAI রিপোর্টে কী বলে সেদিকেই সবার নজর। প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দাবি করেছেন, তাঁর বিমান সেদিন কোনও এয়ার পকেটে পরেনি। বরং তিনি বলেন, "সামনে অন্য বিমান চলে আসে। আর ১০ সেকেন্ড হলেই মুখোমুখি সংঘর্ষ হত। পাইলটের জন্য বেঁচে গিয়েছি। ৮০০০ ফিট নেমে আসে বিমান (Flight Descend)। তবে পিঠে আর বুকে চোট লাগে। এখনও ব্যথা আছে।" উল্লেখ্য, শুক্রবার বারাণসী থেকে ফেরার পথে দমদমে নামার মিনিট দশেক আগে আচমকাই 'ডিসেন্ড' হয় মুখ্যমন্ত্রীর বিমানে। নির্দিষ্ট উচ্চতা অনেক নীচে নেমে যায় বিমান। তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। যদিও কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। রক্তচাপও বেড়ে যায়। শেষপর্যন্ত অবশ্য নিরাপদেই দমদম বিমানবন্দরে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান।
অন্যদিকে, উত্তরপ্রদেশে এ বার মোট ভোট এবং আসন বাড়তে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)-র নেতৃত্বাধীন জোটের। কিন্তু তাতে বিজেপি-র ‘যাত্রাভঙ্গ’-এর সম্ভাবনা দেখা যাচ্ছে না! সোমবার সে রাজ্যের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতে ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও এ বার বিধানসভা ভোট হয়েছিল। সংশ্লিষ্ট চার রাজ্যের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসও প্রকাশিত হয়েছে সোমবার।
Find out more: