সিধুকে নিয়ে গোড়া থেকে অশান্তিতে পঞ্জাব কংগ্রেস। তাঁকে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। কিন্তু সেই বিরোধিতাকে গুরুত্ব না দিয়ে রাহুল গান্ধী সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি করে দেন। তার পরেই সিধুর সঙ্গে অমরিন্দরের বিরোধ তুঙ্গে ওঠে। আর রাজ্যে কংগ্রেসের দায়িত্ব নেওয়া ইস্তক একের পর এক সিদ্ধান্ত নিয়ে এবং মন্তব্য করে শুধু যে দলকে বিব্রত করেছেন তাই নয়, তাঁর নেতৃত্বেই পঞ্জাবে ক্ষমতাসীন কংগ্রেস কার্যত উড়ে গেছে আম আদমি পার্টির কাছে। আর তার পর থেকেই লাগাতার নতুন শাসক দল আম আদমি পার্টির প্রশংসা করে কংগ্রেসের বিড়ম্বনা আরও বাড়াচ্ছেন সিধু। কিছু দিন আগে আপ-কে বেছে নেওয়ার জন্য পঞ্জাবের জনগণকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছিলেন সিধু। এ বারে টুইটার বার্তায় তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পঞ্জাবে নতুন মাফিয়া-বিরোধী যুগের সূচনা করেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবারও সংক্রমণে প্রায় রেকর্ড গড়েছে এই দুই দেশ। এই প্রেক্ষাপটে ভারতকে আগাম সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকেন। সেই বৈঠকে শক্তহাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে জোর দিয়েছেন তিনি। বলা হয়েছে, কোনও এলাকায় কোভিড বাড়লেই আগেভাগে অ্যালার্ট জারি করতে হবে, সংক্রমণ কীভাবে হচ্ছে সেদিকে করা নজর রাখতে হবে, খুব দ্রুত জিনোম সিকোয়েন্সিং করতে হবে। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির সচিব, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। মঙ্গলবার একদিনে চিনে আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার। অতিমারির মধ্যে এই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। বেজিং এবং শেনজেন শহরে দফায় দফায় লকডাউনও জারি হয়েছে।
Find out more: