সোমবার দিনই আছড়ে পড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। রবিবারের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাবে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তার পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে শনিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হবে। রবিবার বাড়বে বৃষ্টির তেজ। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। বন্ধ হচ্ছে সমস্ত পর্যটন কেন্দ্রও।

অন্যদিকে, দোলের দিন কলকাতার রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় (Regent Park Murder) গ্রেফতার মূল অভিযুক্ত সুজিত মালিক। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল সে। তার খোঁজে ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিস। এরপর শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিস এবং কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। দোলের দিন কলকাতার রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় (Regent Park Murder) সামনে এসেছে একাধিক তথ্য়। জানা গিয়েছে, আগে বাদাম বিক্রি করলেও বর্তমানে পৈলানে মুটে মজদুরের কাজ করত অভিযুক্ত সুজিত মালিক। রামনগরে তাঁর আসল বাড়ি। মৃত দিলীপ চৌহান তাঁর বন্ধু ছিলেন।

Find out more: