গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা যাচাই করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এইচআরবিসি কর্তৃপক্ষ। বুধবারের নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। ওই সময়ের মধ্যে উড়ালপুল দিয়ে উত্তর ও দক্ষিণমুখী ট্র্যাফিক বন্ধ থাকবে। উড়ালপুলের বদলে যানবাহনগুলি গ়ড়়িয়াহাট রোড দিয়ে যাতায়াত করতে পারবে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় চারদিনের জন্য এই উড়ালপুল বন্ধ থাকলে যানজটের আশঙ্কা করছেন অনেকে। যদিও কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গড়িয়াহাটে যানজট এড়াতে উড়ালপুল বন্ধ থাকাকালীন গাড়ি এবং বাস-মিনিবাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, বড়সড় দুঘটনার হাত থেকে বাঁচল ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express)। বুধবার সামসি স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। এরপর তাঁরই তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেলেন যাত্রীরা। জানা গিয়েছে, বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদহের সামসি স্টেশনে ঢোকার মুখে ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express) ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। যা চালকের চোখে পড়ে। সামসি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দ্রুত বিষয়টি স্টেশন ম্যানেজারকে জানান চালক। এরপর ইঞ্জিনটিকে ডি৭ বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। প্ল্যাটফর্ম থেকে ইঞ্জিনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেভানো হয় আগুন। খবর দেওয়া হয় কাঠিহার ডিভিশনের কর্তাদের। সামসি স্টেশনে ছুটে আসেন কাঠিহার ডিভিশনের কর্তারা।

Find out more: