বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন। তাই রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে উপনির্বাচন। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় দুই কেন্দ্রের উপনির্বাচন হবে ১২ এপ্রিল। বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে নির্বাচন সূত্র মারফত জানা গিয়েছে। গত নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ১৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই মোতাবেক এই উপনির্বাচনে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সে ক্ষেত্রে বালিগঞ্জ বিধানসভা মিলিয়ে মোট আটটি বিধানসভায় ১৩৬ কোম্পানি বাহিনী থাকার কথা। কিন্তু আসানসোলে বুথের সংখ্যা কম হাওয়ার কারণে ১৩৩ কোম্পানি বাহিনী আনা হচ্ছে।

উপনির্বাচন হলেও তা সুসম্পন্ন করার ক্ষেত্রে কোনও গা-ছাড়া মনোভাব দেখাতে চাইছে না কমিশন। ভোটাররা যাতে নিরাপদে ভোটে দিতে পারেন, তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে বলে কমিশন জানিয়েছে। চলতি মাসের মধ্যেই বাহিনী রাজ্যে চলে আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে এসেই তারা কেন্দ্রগুলিতে রুট মার্চ শুরু করবে। কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রক শনিবারই তাদের রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়ে দেবে। তার পরই রাজ্যে বাহিনী আসবে বলে জানা গিয়েছে। এর আগে পুরভোটের সময়েই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে দাবি তুলেছিল।

Find out more: