পয়লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থনৈতিক বছরের প্রথম দিনেই ফের দাম বাড়স এলপিজি সিলিন্ডারের। শুক্রবার থেকে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক PLG সিলিন্ডারের দাম বাড়ছে ২৫০ টাকা। এই দাম পরিবর্তনের পরে ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম দিল্লিতে হল ২,২৫৩টাকা প্রতি সিলিন্ডার। কলকাতায় সিলিন্ডার প্রতি নতুন দাম ২,৩৫১ টাকা। মুম্বই এবং চেন্নাইতে এই দাম হবে যথাক্রমে ২,২০৫টাকা এবং ২,৪০৬ টাকা। রেস্টুরেন্ট, হোটেল। ছোট দোকান, চায়ের দোকান এবং অন্যান্য ছোট ছোট স্টলগুলি এই ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের মূল ক্রেতা। ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ভর্তুকিহীন এই সিলিন্ডারের দাম ৯৪৯.৫০ টাকা। যদিও কিছু কিছু জায়গায় এই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০০টাকা পেরিয়ে গেছে।

অন্যদিকে, এমনিতেই স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র না-থাকায় জরিমানার ভয়ে বিভিন্ন রুট মিলিয়ে কম-বেশি এক হাজার বেসরকারি বাস কয়েক মাস ধরে পথে নামছে না। তার উপরে ডিজ়েল অগ্নিমূল্য হওয়ায় ক্ষতির আশঙ্কায় প্রায় ৩০টি রুটে ২৫-৩০ শতাংশ বাস কম চলছে বলে অভিযোগ। আগামী কয়েক দিনে ডিজ়েলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে আগামী কাল থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাস্তায় কত বাস মিলবে, সেই আশঙ্কায় রয়েছেন যাত্রী থেকে পরীক্ষার্থীরা। খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আয় না-হওয়ায় ১৩, ১৭, ৩৭, ৪০, ৪৫, ৪৬, ৭৫, এসডি-৪, ৩০বি-সহ বহু রুটে বেসরকারি বাস কম চলছে বলে অভিযোগ। খরচে কুলিয়ে উঠতে কিছু বাস প্রতিদিনের বদলে রোটেশন পদ্ধতিতে চলছে বলেও খবর। জ্বালানি খাতে খরচ বেড়ে যাওয়ায় বাস বন্ধ রাখার প্রবণতা বেড়েছে লম্বা রুটগুলিতে।

Find out more: