জনতা পার্টি ভেঙে ১৯৮০ সালের ৬ এপ্রিল যাত্রা শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষে বুধবার অর্থাৎ আগামিকাল দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্য রাজ্যের মতো বাংলাতেও সেই ভাষণ শোনার জন্য কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ঠিক হয়েছে রাজ্যের যেখানে যেখানে দলের দফতর রয়েছে সেখানেই ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার ব্যবস্থা করা হবে। কলকাতায় রাজ্য দফতর-সহ রাজ্যের সব শহরে সকাল ৯টায় দলীয় পতাকা উত্তোলন হবে। থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের সব নেতা ও বিধায়ককে নিজের নিজের এলাকার দফতরে কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। কয়েকটি জায়গায় দলের পক্ষে মিছিলের আয়োজন হবে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে। বাজেট অধিবেশন চলায় দলের অনেক সাংসদই এখন দিল্লিতে রয়েছেন। যাঁরা রাজ্যে রয়েছেন তাঁদেরও কোনও না কোনও কর্মসূচিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমানে দেশের সবকটি দলের থেকে কর্পোরেট ডোনেশন পাওয়ার দৌড়ে সবার আগে বিজেপি। অ্যাসেসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস(ADR) এর এক রিপোর্ট অনুযায়ী কর্পোরেট ও ব্যবসায়ী মহল থেকে পাওয়া ডোনেশন পাওয়ার দৌড়ে সবার আগে বিজেপি। এডিআর-এর হিসেব অনুয়ায়ী, ২০১৯-২০ সালে বিজেপির তহবিলে জমা হয়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। সেই জায়গায় দেশের জাতীয় দলগুলি সবকটি মিলিয়ে পেয়েছে ৯২১.৯৫ কোটি টাকা। অর্থাত্ মোট কর্পোরেট অনুদানের ৭৮ শতাংশই পেয়েছে বিজেপি।
Find out more: