বুধবার ৬৫ শতাংশ বেড়েছিল সংক্রমণ। বৃহস্পতিবারও তা আরও বাড়ছে। তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিতই যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৮০ অর্থাৎ প্রায় ২৪০০ জন। বুধবার তা ছিল ২ হাজারের সামান্য বেশি। শতকরা হারে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। একদিনে সুস্থ হয়েছেন ১২৩১ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৩৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে ৫৩ জন এবং দিল্লি, ওড়িশা ও মিজোরামে এক জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এক দিন আগে, অর্থাৎ বুধবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪০ জনের। রাজধানীর অবস্থা বেশ খারাপ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। নতুন করে ১,০৯৩ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৩১ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৩৩। বুধবার এই সংখ্যা ছিল ১২,৩৪০। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। এর পর রয়েছে কেরল (৩৫৫), হরিয়ানা (৩১০) ও উত্তরপ্রদেশ (১৬৮)। সারা দেশে এখনও পর্যন্ত মোট ১৮৭ কোটি ৭ লক্ষ ৮ হাজার ১১১ করোনার টিকাকরণ করা হয়েছে।
Find out more: