শিল্পদ্যোগীদের উদ্দেশে মমতার বার্তা, “বাংলায় এখন স্থিতিশীলতা এসেছে। তাই চিন্তার কোনও কারণ নেই। বিপর্যয় আসতেই পারে, কিন্তু তাতে উন্নয়ন আটকাবে না। বিপর্যয় আসে-যায়। উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে। এমন মহামারী আসতেই পারে। এরপর এলে আমরা লড়াই করব। বাংলা রাস্তা দেখিয়েছে। এবার বাকিরাও করবে। এটা শিল্পের উৎসব। আমরা ধর্মীয় উৎসব করি। এবার শিল্পের উৎসব পালন করছি।” মমতা জানিয়েছেন, আগামী বছর শিল্প সম্মেলন হবে ১, ২ ও ৩ ফেব্রুয়ারি।
একনজরে এ বছর বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন -
* ৪২ টি দেশ থেকে ৪৩০০ জন প্রতিনিধি এসেছেন।
* এবার ১৩৭টি মৌ স্বাক্ষর হয়েছে।
* দু'দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
* রাজ্যের অণ্ডাল এবং বাগডোগরা এবার অন্তর্দেশীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। যা রাজ্যের মুকুটে নয়া পালক।
* পশ্চিমবঙ্গে রফতানি হাব তৈরি হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
* মুখ্যমন্ত্রী জানান, ফ্লিপকার্ট, ইনফোসিসের মতো সংস্থা রাজ্যে বিনিয়োগ করছে।
* এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের হাত ধরে রাজ্যে ৪০ লাখের বেশি নয়া কর্মসংস্থান তৈরি হবে।