ঠিক হয়েছে, ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে বদলে ফেলা হবে শিয়ালদহের চেহারা। যাত্রীদের স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে তেমনই ভিড় সামাল দেওয়ার কাজও রেলের পক্ষে সহজ হয়ে যাবে। হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। এক নম্বর প্লাটফর্মে ১২ বগির ট্রেন দাঁড়ানোর জায়গা থাকলেও দুই থেকে পাঁচে সেই সুবিধা নেই। কারণ, এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য কম। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে এখন যেখানে টিকিট কাউন্টার রয়েছে তা থাকবে না। প্লাটফর্মগুলি লম্বায় বাড়ানো হবে ভিতরের দিকে। অর্থাৎ স্টেশনে ঢোকার প্রধান গেটটি বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ ফ্লাইওভার) অনেকটাই কাছাকাছি এসে যাবে। শুধু প্লাটফর্মের দৈর্ঘ বাড়ানোই নয়, শিয়ালদহ স্টেশনের পাশেই তৈরি হবে একটি নতুন ভবন। এখন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর যে দফতর রয়েছে সেটি পুরনো হয়ে যাওয়ায় নতুন একটি ভবন তৈরি করা হবে।

অন্যদিকে, ব্যবধান দিন দশেকের। মাটিয়া- ইংরেজবাজার- দেগঙ্গা-বাঁশদ্রোণীর পর এবার নামখানা ধর্ষণকাণ্ডের তদন্তভারও দময়ন্তী সেনকে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তের অগ্রগতি দেখে CBI তদন্তের বিষয়টি বিবেচনা করা হবে। ৮ এপ্রিলের ঘটনা। সেদিন রাত ৩ টা নাগাদ নামখানায় ঘর থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার পথে আক্রান্ত হন এক গৃহবধূ। ধর্ষণের অভিযোগ ওঠে ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকী, ধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে নির্যাতিতাকে পুড়িয়ে মারারও চেষ্টা হয়! কিন্তু বাড়ির লোক টের পেয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Find out more: