কলকাতায় আরও এক চিটফান্ড কর্তা গ্রেফতার। বৃহস্পতিবার রাতে বালিগঞ্জের কুইন্সপার্ক থেকে চিটফান্ড সংস্থার ডিরেক্টর শান্তি সুরানাকে গ্রেফতার (Arrest) করা হয়। আজ ধৃত শান্তি সুরানাকে আলিপুরের তৃতীয় জেলা ও দায়রা বিচারকের আদালতের পেশ করা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ২০১৯ সালে ভবানীপুর সহ রাজ্যের ২০ থেকে ২৫টি থানায় মামলা সুরানার সংস্থার বিরুদ্ধে রুজু হয়। এখন সেইসব মামলার তদন্ত করছে রাজ্যের ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস (DEO)। তদন্তে উঠে এসেছে, মূলত অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্বাদের টার্গেট করত এই ভুঁইফোঁড় সংস্থাটি। একের পর এক অভিযোগ সামনে আসতেই এবার গ্রেফতার শান্তি সুরানা। তবে এখনও অধরা সংস্থার অন্যতম ডিরেক্টর তাঁর স্ত্রী এবং ছেলে-মেয়ে সহ বাকি অভিযুক্তরা। অভিযোগ, ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে মোটা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীদের থেকে এই সংস্থা ২০০০ কোটি টাকা তোলে। বেছে বেছে বিত্তশালী বয়স্ক লোকেদের টার্গেট করত শান্তি সুরানার চিটফান্ড সংস্থাটি।

অন্যদকি, আর ৯ বগির ট্রেন নয়, শিয়ালদহ স্টেশনের সব প্লাটফর্ম থেকেই এ বার ১২ বগির ট্রেন ছাড়বে। রাতারাতি এই সুবিধা না মিললেও বছর তিনেকের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে পূর্ব রেল। ঠিক হয়েছে, ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে বদলে ফেলা হবে শিয়ালদহের চেহারা। যাত্রীদের স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে তেমনই ভিড় সামাল দেওয়ার কাজও রেলের পক্ষে সহজ হয়ে যাবে। হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। এক নম্বর প্লাটফর্মে ১২ বগির ট্রেন দাঁড়ানোর জায়গা থাকলেও দুই থেকে পাঁচে সেই সুবিধা নেই। কারণ, এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য কম। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে এখন যেখানে টিকিট কাউন্টার রয়েছে তা থাকবে না। প্লাটফর্মগুলি লম্বায় বাড়ানো হবে ভিতরের দিকে। অর্থাৎ স্টেশনে ঢোকার প্রধান গেটটি বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ ফ্লাইওভার) অনেকটাই কাছাকাছি এসে যাবে।

Find out more: