বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন জানাচ্ছে, বাংলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০,১৭,৯০০। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৬,৪৫৫ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা ২১,২০০ এবং করোনায় মৃত্যু হার এসে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশে। বৃহস্পতিবার রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, নিভৃতবাসে রয়েছেন ২১৮ জন। সেফ হোমে অবশ্য কোনও করোনা রোগী নেই। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত। বৃহস্পতিবার মোট ৯,৫৭৮টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ২৪,৯৫৬,৯৯৩ নমুনা পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার ৯৪,৩৭৯টি করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফের মুখোমুখি মোদী-মমতা। ৩০ এপ্রিল মুখোমুখি হতে চলেছেন 'নমো' ও 'দিদি'। ওই দিন বিচারপতিদের সম্মেলনের উদ্বোধন রয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সম্মেলনে উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। প্রসঙ্গত, ৬ বছর পর ফের দিল্লিতে বিচারপতিদের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ২০১৬-র পর আবার এই সম্মেলন হচ্ছে দিল্লিতে। সেই অনুষ্ঠানেরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরাও। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর, তিনি সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যারফলে বিচারপতিদের সম্মেলন উপলক্ষে ফের মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। এমনকি মোদীর সঙ্গে বৈঠকও করতে চান মমতা।

Find out more: