রবিবার কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে তাপমাত্র ছুঁল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে দোসর তাপপ্রবাহ। নাজেহাল সাধারণ মানুষ। রবিবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকতে পারে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওা দফতর। বেশ কিছু দিন ধরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টি এমনকি শিলা বৃষ্টিও হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে।
অন্যদিকে, শনিবারের পর রবিবারও সিবিআইয়ের হাজিরার তলব এড়িয়ে গেলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূমের গৌরব সরকার খুনের ঘটনায় তলব করা হয়েছিল তাঁকে। রবিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও আসেননি তিনি। সূত্রের খবর, আইনজীবীরা মেল করে সিবিআইকে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে তিনি আসতে পারছেন না। এই নিয়ে তিন বার তিনি হাজিরা এড়ালেন। শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত। সেই দিনই ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁকে হাজিরার নোটিশ দেয় শনিবার সিবিআই। বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরবকে পিটিয়ে খুনের ঘটনায় এই তলব। গত বছর ২ মে গৌরবকে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় তাঁকে তৃতীয় নোটিশ দেয় সিবিআই। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে নিউটাউনে বাড়ি ফেরেন অনুব্রত। তার পরই ফের তৎপর সিবিআই। ফের এই ঘটনায় তাঁকে নোটিশ পাঠানো হয়। রবিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়।
Find out more: