গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে। গরম থেকে তবে এখনই স্বস্তি নেই। এখন আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গেই কালবৈশাখিরও সম্ভাবনা নেই কোথাও।
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হাঁসফাঁস করা গরম থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় এ শহরে প্রায় তাপপ্রবাহের মতোই অসহনীয় আবহাওয়া অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তীব্র গরমের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। যার জেরে নাজেহাল অবস্থা শহরবাসীর।
মঙ্গলবার আসানসোল, বাগাটি, বাঁকুড়া, ব্যারাকপুর, বর্ধমান শহর, দমদম, কলাইকুন্ডা, মালদহ, মেদিনীপুর শহর, কৃষ্ণনগর, পানাগড়, পুরুলিয়া, মালদহ এবং শ্রীনিকেতনের মতো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এর মধ্যে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। দমদমের পারদ ছুঁয়েছে সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াসে।
Find out more: