সোমবার অর্থাৎ আজ বিকেল নাগাদ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হতে পারে বলে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে আজকে। পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষণ জারি থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৪ মে পর্যন্ত ঝড়, বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সময়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের তেজ বাড়তে পারে। দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বিকেলের পর থেকে ফের বৃষ্টি শুরু হবে। সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
অন্যদিকে, যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়াতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ এ বার মেট্রো স্টেশনে লাইনের ধারের দেওয়ালে বিজ্ঞাপন বসানোর অনুমতি দিচ্ছেন। এত দিন আপ এবং ডাউন লাইনের প্ল্যাটফর্মের উল্টো দিকের ওই দেওয়ালে বিজ্ঞাপন বসানোর কথা ভাবা হয়নি। বিভিন্ন স্টেশনের নাম এবং বৈশিষ্ট্য অনুযায়ী ওই অংশ নানা ধরনের ছবি দিয়ে ভরাট করা থাকত। নির্দিষ্ট স্টেশনের নাম ছাড়াও তার আগের এবং পরের স্টেশনের নামও থাকত ওই দেওয়ালে। এ বার থেকে সেখানে ২৪০ বর্গফুট এলাকা জুড়ে ১০টি করে বিজ্ঞাপন এক দিকের দেওয়ালে থাকবে। মেট্রো সূত্রের খবর, লন্ডন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের পাতাল রেলে এই ব্যবস্থা রয়েছে। মেট্রোকর্তাদের দাবি, দেশের মধ্যে কোনও মেট্রো স্টেশনে এ ভাবে বিজ্ঞাপন বসানোর উদ্যোগ এই প্রথম। প্রাথমিক ধাপে শ্যামবাজার, ময়দান, যতীন দাস পার্ক, কালীঘাট এবং রবীন্দ্র সরোবর স্টেশনে যেখানে আইল্যান্ড প্ল্যাটফর্ম রয়েছে (যে প্ল্যাটফর্মের দু’পাশে লাইন থাকে), সেখানে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। টালিগঞ্জ, দমদম এবং পার্ক স্ট্রিটের মতো স্টেশনে এই পরিকল্পনা কার্যকর করার সুযোগ নেই। একই ভাবে মাটির উপরে থাকা অন্য মেট্রো স্টেশনগুলিতেও এই পরিকল্পনা কাজে আসবে না।
Find out more: