বাংলাকে এত দুর্বল ভাবার কারণ নেই। বাংলা সবাইকে নিয়ে চলে। সব ধর্মের সব জানি। উর্দু, পঞ্জাবি, ধোকলা, ধোসাও জানি। ছট পুজোও জানি, বুদ্ধদেবও জানি, জৈনও জানি, খ্রিস্টানও জানি। আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার কোনও দরকার নেই। বাংলা শিক্ষার আলোকে আলোকিত। সংস্কৃতির আলোকে সুরভিত। সভ্যতার আলোকে বিকশিত। বাংলা মা-বোনেদের আবেগে গর্বিত। বাংলা ছাত্রছাত্রীদের আবেগে সমৃদ্ধ। তাই এই বাংলা বিশ্ববাংলা। নেতাজী ইন্ডোর থেকে এই কথাগুলিই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নাম না করে অমিত শাহকে নিশানা করলেন তিনি।
এপ্রিল মাসে সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফ্যাস্টির শব্দটার ব্যাখ্যাই বাংলার সরকার বদলে দিয়েছে। বরং বাংলার সরকার ফ্যাসিস্টের নয়া সংজ্ঞা তৈরি করেছে।" এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, বাংলা গেলে খুন হতে হবে। স্বভাবতই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের এই কথা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেয়। বিধানসভা নির্বাচনের এক বছর পর বুধবার রাজ্যে এসেছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দু'দিনের রাজ্য সফরে, তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সরকারি কর্মসূচি ছাড়াও, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঠিক যেদিন রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিন'ই শাহের এক মাস আগে করা সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, "যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল।"
Find out more: