গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’-তে। তবে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে, তার মুখ এখনও অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকেই। তবে ১০ মে-র পর এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্বে ওড়িশা উপকূলের দিকে ঘুরে যেতে পারে বলেও মৌসম ভবন জানিয়েছে। বর্তমানে এই নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান সাগর এলাকায়। তবে আগামী ৬ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। ৮ মে রবিবার গভীর নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে। আগামী ১০ মে সন্ধে পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং উত্তরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল থেকে পশ্চিম-কেন্দ্রীয় এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। পরে, ঘূর্ণিঝড় অশনি-র উত্তর-উত্তর-পূর্ব দিকে ফিরে আসার এবং ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ারও বিপুল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, 'দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। এটা শুধু বাংলা নয়, দেশের গর্ব'। ভিক্টোরিয়ায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে ছিলেন না রাজ্য সরকারের কোনও প্রতিনিধি। কেন? আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রের খবর। UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় বাঙালির শারদোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় 'কলকাতার দুর্গাপুজো'-কে। কৃতিত্ব কার? রাজ্যে পুরভোটের প্রচারে যখন 'ইউনেস্কো স্বীকৃতি'কে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী, তখন টুইট করেছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডিও। টুইটে লিখেছিলেন, 'টানা ২ বছর ধরে সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রমের ফলেই দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। শুধুমাত্র বাংলার জন্য গর্বের মুহূর্ত নয়, দেশবাসী ও বিশ্বের হিন্দু সমাজ গর্বিত'।
Find out more: