এক মাসেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পায়নি ভারতে। এমনকি ১১ মে তেল সংস্থাগুলির দেওয়া নতুন দামেও কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে, সামান্য পতনের পরে ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি ৯৯.৪৮ ডলার এবং ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১০২.২ ডলারে পৌঁছেছে। তবে রান্নার তেল থেকে দুধ, আটা থেকে নুন— এ সবের দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে। মোদী সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রক ২২টি খাদ্যপণ্যের দামে নজরদারি করে। সরকারের হিসাব বলছে, এই ২২টি খাদ্যপণ্যের মধ্যে ৯টির মাসিক গড় দাম গত মাসে অর্থাৎ এপ্রিলে রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গম, আটা, বাদাম-সোয়া-পাম-সূর্যমুখীর মতো ভোজ্য তেল, বনস্পতি, দুধ, এমনকি নুনের দামও ২০১২-র পর থেকে এতখানি বাড়েনি। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘মানুষের পকেট খালি করার পরে এবার মোদী সরকার খাবারের থালাও খালি করে দিয়েছে।’’

অন্যদিকে, দেশের সবচেয়ে সস্তা পেট্রল ও ডিজেল পাওয়া যাচ্ছে পোর্ট ব্লেয়ারে। এখানে পেট্রলের দাম প্রতি লিটারে ৯১.৪৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫.৮৩ টাকা। একই সময়ে, গঙ্গানগরে (রাজস্থান) পেট্রলের দাম ১২২.৯৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১০৫.৩৪ টাকা। তেল সংস্থাগুলি পাঁচটি রাজ্যের নির্বাচনী ফলাফল বেরনোর প্রায় ১০ দিন পরে তেলের দাম বাড়াতে শুরু করে। ২২ মার্চ সংস্থাগুলি প্রথমবার দাম বৃদ্ধি করে। এর পরে, সংস্থাগুলি ২২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। সর্বশেষ দাম বৃদ্ধি হয় ৬ এপ্রিল ২০২২। সেইদিন প্রতি লিটারে ৮০ পয়সা দাম বৃদ্ধি পায়।

Find out more: