‘অশনি’র প্রভাব কেটে যাওয়ায় এ বার দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিন। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন অর্থাৎ শনি ও রবিবার কলকাতা-সহ গাঙ্গেয় বাংলায় তাপমাত্রা বাড়বে। ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারদ চড়ার পাশাপাশি বাড়বে অস্বস্তিও। যে হেতু ‘অশনি’ পরবর্তী সময়ে গাঙ্গেয় বাংলার পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণেই অস্বস্তি বোধ হবে। শুক্রবার দক্ষিণবঙ্গে এর কিছুটা আভাস মিলেছে।
অন্যদিকে, সোমবার থেকে শহরে চালু হচ্ছে বেসরকারি বাতানুকূল বাস। এর আগে বেসরকারি দূরপাল্লার এসি বাস থাকলেও সিটি বাস সার্ভিসে বেসরকারি এসি বাস এই প্রথম। সূচনা অনুষ্ঠানে থাকছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সিটি সাব-আর্বান বাস সিন্ডিকেটের টিটো সাহা জানিয়েছেন, মধ্যপ্রদেশের ইনদোরে তৈরি ৫টি বাস রবিবার এসে পৌঁছাবে শহরে। আপাতত সাপুরজি থেকে সেক্টর ফাইভ হয়ে বিধাননগর-উল্টোডাঙা রুটে এই বাসগুলি চলবে। পুজোর মধ্যেই বাসের সংখ্যা ৫ থেকে বেড়ে ২০-তে পৌঁছাবে। ভাড়া স্থির করা হয়েছে যথাক্রমে ২০, ২৫ ও ৩০ টাকা। প্রসঙ্গত, সরকার ভাড়া বাড়াতে নারাজ। ভাড়া না বাড়ানোয় বাস শিল্প ধুঁকছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শহরের বুকে অনেক লম্বা রুটের বাস-ই অমিল। তুলে নিয়েছে বা চলছে না লম্বা রুটের বাস। দিনের পর দিন বাস না পেয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। এই অবস্থায় যাত্রীদের একাংশ ভেঙে ভেঙে অটো বা শাটল ধরে বাড়ি ফিরছেন। এই ত্রিমুখী চাপে পড়ে সমস্যা সমাধানে এবার কিছুটা কৌশলী বাস মালিকরাও। ছোট রুট, আরামদায়ক বাস এবং ব্যাটারি বা সিএনজি জ্বালানি। এই তিন নতুন কৌশল নিচ্ছেন তাঁরা। নয়া এই তিন কৌশল সফল হলে, পরিষেবার ধাঁচ আগামী দিনে এভাবেই বদলাতে চান বাস মালিকরা।
Find out more: