রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি, আগামী তিন দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে। ১৭ মে, মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে, উত্তরের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, সন্ধ্যে থেকেই আকাশের মুখ ভার। আর রাত নামতেই প্রবল বৃষ্টি। তার সঙ্গে বিদ্য়ুতের ঝলকানি আর বাজের আওয়াজ। শনিবার রাতে এই ছবি শহর কলকাতায়। দমদম, নাগেরবাজার থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে এদিন প্রবল বৃষ্টি হয়েছে। ঠিক শুক্রবারের মতোই এদিনও অঝোর ধারায় বৃষ্টি নামে। তবে এদিন তার সঙ্গে ঝোড়ো হাওয়াও ছিল। তবে এদিন রাতের বৃষ্টির জেরে অনেকটাই স্বস্তি ফিরেছে শহর কলকাতায়। কলকাতার পাশাপাশি হাওড়ার একাংশেও বৃষ্টি হয়েছে। ৪০-৫০ কিমি বেগে বাতাস বয়েছে। আবহাওয়াবিদদের মতে, এসবই অশনির পরোক্ষ প্রভাব। যার জেরে প্রচুর মেঘ বাংলার আকাশে ঢুকেছে। আর তার জেরেই এই বৃষ্টি, ঝোড়ো হাওয়া। তবে এদিন যে ঝড় বৃষ্টি হবে তার আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। আর সেই মতোই রাত নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি।
Find out more: