আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। মনে করা হয়েছিল যে অশনির জেরেই হয়ত বাংলায় এগিয়ে আসবে বর্ষা। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভিজতে পারে সবকটি জেলা। গত সপ্তাহ থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। তবে কি সময়ের আগেই বাংলায় প্রবেশ করবে বর্ষা। সে বিষয়ে যদিও এখনও সদুত্তর মেলেনি৷ কেরলে বর্ষা ঢুকছে চলতি মাসের ২৭ তারিখ। স্বাভাবিক নিয়েমে বর্ষা আসের চার দিন আগে প্রবেশ ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে ২০০৯ সালের পর এত আগে এমনটা ঘটেনি বলা যায়।
অন্যদিকে, অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে চলছিল প্রতারণা। লক্ষ্য ছিলেন মূলত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে কয়েক বছর ধরে চলছিল এই কারবার। গোপন সূত্রে সেই খবর পেয়ে শনিবার শেক্সপিয়র সরণির একটি বহুতলে হানা দেন লালবাজারের গোয়েন্দারা। হাতেনাতে ধরা হয় প্রতারণা-চক্রের ৯ জনকে। বাজেয়াপ্ত হয়েছে ৯টি মোবাইল এবং দু’টি ল্যাপটপ। রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আগামী ২১ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে টাওয়ার বসানোর নাম করে মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডের বাসিন্দাদের ফোন করত অভিযুক্তেরা। প্রথমেই তারা জানতে চাইত, সংশ্লিষ্ট বাসিন্দার বাড়িতে ১০ ফুট বাই ১০ ফুটের কোনও জায়গা আছে কি না। উত্তর হ্যাঁ হলে তারা মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দিত। পাশাপাশি আশ্বাস দিত, ওই পরিবারের এক জনকে চাকরি এবং নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
Find out more: