কালবৈশাখী না হলেও জেলায় জেলায় সতর্কতা জারি হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার। বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। দুপুর বা বিকেলের পর বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও নদীয়া জেলায় বজ্র বিদ্যুত ও দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। মৌসম ভবন জানিয়েছে, দুটি অত্যন্ত শক্তিশালী অক্ষরেখা তৈরি হয়েছে। একটি উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত । দ্বিতীয়টি বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত । ইতিপূর্বে তৈরি হওয়া অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত । এর জেরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম, ত্রিপুরায় ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি সিকিম ও পার্শ্ববর্তী এলাকায়। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কাল রাতের তাপমাত্রা ২৮.৮৷ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা।
অন্যদিকে, এত দিন রাজ্য পরিবহণ নিগম শহরে একচেটিয়া ভাবে এসি বাস চালাচ্ছিল। এ বার পথে নামল বেসরকারি মালিকানাধীন এসি বাস। সোমবার নিউ টাউনের সাপুরজি বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালিত ওই বাতানুকূল বাস পরিষেবার সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সাপুরজি বাসস্ট্যান্ড থেকে পাঁচ নম্বর সেক্টর, করুণাময়ী, সল্টলেক ঘুরে উল্টোডাঙার ১৫ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত থাকবে এই রুট। এর জন্য উল্টোডাঙার সরকারি বাসস্ট্যান্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে বাসমালিকদের। বছর দুয়েক আগে বেসরকারি উদ্যোগে এসি বাস চালাতে তৎপর হয়েছিল বাসমালিকদের একটি সংগঠন ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’। সেই সময়েই সরকারি তরফে এ নিয়ে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মাঝে অতিমারি পরিস্থিতি এবং ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই রুট চালু করা যায়নি। পরে ডিজ়েলের মূল্যবৃদ্ধির জেরে উদ্ভূত সঙ্কট সামাল দিতে সিদ্ধান্ত হয়, সিএনজি চালিত বাস নামানো হবে।
Find out more: