সাধারণত কেরলে ১ জুন বর্ষা ঢোকে। তবে এবছর তার এক সপ্তাহ আগেই কেরলে বর্ষা ঢুকবে বলে অনুমান মৌসম ভবনের। এই আবহে বাংলাতেও আগাম বর্ষা ঢুকতে পারে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ না থাকলেও দিনে গরমের অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলা আকাশ মেঘলা থাকবে। সন্ধ্যার পরে বিক্ষিপ্ত বৃষ্টিতে রাতের তাপমাত্রা কমবে। আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ উপকূলীয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে৷ কলকাতায় সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শহরে অবৈধ নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগ থামছেই না। প্রতি সপ্তাহেই ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নাগরিকেরা মেয়রের কাছে অবৈধ নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগ জানাচ্ছেন। পুরসভার তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও লাভ হয় না বলে দাবি। এই সব অভিযোগ জমা পড়লে কঠোর পদক্ষেপ করার বার্তা দিতে বুধবার পুরভবনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, কলকাতা পুর এলাকায় অবৈধ নির্মাণ ও পুকুর ভরাট বন্ধ করতে পুরসভা ও পুলিশ একসঙ্গে কাজ করবে। পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এক আধিকারিক নিয়মিত পুর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন। শহরের বিপজ্জনক বাড়ি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়। মেয়র জানান, শহরে প্রায় তিন হাজার বিপজ্জনক বাড়ি রয়েছে। যার একশোটি অতি বিপজ্জনক। সেগুলি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। মেরামতির জন্য এই সব বাড়ির বাসিন্দাদের সেখান থেকে বার করে আনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকেই তাঁদের বোঝানোর দায়িত্ব নিতে বলা হয়েছে।

Find out more: