রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে সারাদিন। শুক্রবার বিকালে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানিয়েছে, বিকালের দিকে আকাশ মেঘলা থাকবে, এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার বাতাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বাতাসে আর্দ্রতা থাকবে বলে জানিয়েছেন আবহাবিদরা। দক্ষিণবঙ্গেও সব জেলাতেই আগামী দু’দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, পরিস্থিতি যা, তাতে পরের মরশুমে এটিকে মোহনবাগানে খেলা হচ্ছে না রয় কৃষ্ণের। তবে অনেক আগে থেকেই ফিজির তারকা স্ট্রাইকারের পরিবর্ত খোঁজা শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। অনেকগুলো ফুটবলারের জীবনপঞ্জি হাতে রয়েছে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষের। আর এর মধ্যে অন্যতম বড় নাম সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার প্রিজোভিচ। ৩২ বছরের এই সার্বিয়ান ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছে এটিকে মোহনবাগান। বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগে ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলছেন প্রিজোভিচ। এ বার এই দীর্ঘকায় ফরোয়ার্ডকে দলে চাইছে সবু-মেরুন ব্রিগেড। এমন কী ময়দানে কান পাতলে এমনটাও শোনা যাচ্ছে, প্রিজোভিচকে নাকি দুই বছরের চুক্তিতে আনার ইচ্ছে প্রকাশ করেছেন এটিকে মোহনবাগান কর্তারা।

Find out more: