ব্যান্ডেল জংশন স্টেশনে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য আজ বেলা তিনটে থেকে আগামী ৭২ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকছে ব্যান্ডল স্টেশন। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের এমনই আশঙ্কা। ‘নন ইন্টারলকিং’ কাজের জন্য বাতিল করা হয়েছে লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। এর জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে ‘নন ইন্টারলকিং’ কাজের জেরে প্রায় ৪০ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করার প্রস্তুতি চলছে প্রায় দু’সপ্তাহ ধরে। সেই কাজেরই অন্তিম পর্বে ব্যান্ডেল জংশন স্টেশন বন্ধ রেখে ‘নন ইন্টারলকিং’-এর কাজ হবে।
অন্যদিকে, অবশেষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। জোকা-বিবাদী বাগ মেট্রো রেল চলাচলের পথে যে মেট্রো স্টেশনগুলি তৈরি হওয়ার কথা রয়েছে তার মধ্যে ছিল ভিক্টোরিয়াও। কিন্তু স্টেশন তৈরি হলে ঐতিহ্যবাহী এই স্থাপত্যের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়টি আটকে ছিল। অবশেষে শুক্রবার সেই ছাড়পত্র মিলেছে।মেট্রো সূত্রে খবর, এই বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ২০১৬ সালে একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের গবেষকরা ছিলেন। তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে বোঝার চেষ্টা করেন মেট্রোর কাজ চলাকালীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কোনও ক্ষতি হবে কি না। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট পেশ করেছে কমিটি। সেই রিপোর্টে বলা হয়েছে মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না।
Find out more: