গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৪১ জন। এর আগে শেষ বার দৈনিক সংক্রমণ চার হাজারের সীমা ছাড়িয়েছিল গত ১১ মার্চ। জানুয়ারিতে শুরু হওয়া ভারতের করোনা স্ফীতি তখন কিছুটা কমে এসেছে। শুক্রবার দেশের মোট করোনা রোগীর সংখ্যাও অনেকটা বেড়েছে। ভারতে এখন ২১ হাজার ১৭৭ জন করোনা রোগী রয়েছেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে এই সংখ্যা ২১ হাজারের উপরে ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক করোনার হিসেব অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৩৬৩ জন করোনা মুক্ত হয়েছেন। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে পাঁচটি কেরলের অনথিভুক্ত মৃত্যু। বাকি পাঁচ জনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। মহারাষ্ট্র, কেরল এবং নাগাল্যান্ডে একজন করে করোনা রোগী মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়।
অন্যদিকে, কোভিড আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর শরীরে হালকা জ্বর এবং আরও কিছু উপসর্গ রয়েছে। বিষয়টি সামনে আসার পরই, নিজেকে আইসোলেট করে রেখেছেন তিনি। জানা গেছে, কিছু উপসর্গ দেখা দেওয়ার পরই তাঁর কোভিভ পরীক্ষা করা হয়। বুধবার বিকেলে সেই রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েকদিন ধরেই দলের বেশকিছু নেতার সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী। জানা যায়, তাদের মধ্যেও কয়েকজন আক্রান্ত হয়েছে। তারপর থেকেই শারীরিক কিছু সমস্যা দেখা দেয় তাঁর। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, সনিয়া গান্ধীর প্রয়োজনীয় সমস্ত রকমের চিকিৎসা চলছে। তিনি আগের থেকে কিছুটা সুস্থ বোধও করছেন।
Find out more: