জামাইষষ্ঠীতে উত্তরবঙ্গ ভাসতে চলেছে। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -বিবার ভাসতে চলেছে উত্তরবঙ্গের আটটি জেলা। আট জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ৭০ থেকে ১১০ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব কলেজে পরীক্ষা হবে অফলাইনে। সিন্ডিকেটের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে শুক্রবার। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইভেন সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনে। ইতিমধ্যেই অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈঠকে প্রায় ৯৫ শতাংশ অধ্যক্ষ অফলাইন পরীক্ষার পক্ষেই মত দেন। এর আগে ইউজি এবং পিজি কাউন্সিলেও অফলাইন পরীক্ষার পক্ষেই সায় দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে সকলের মতামত বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তারাও জানিয়েছে ইভেন সেমিস্টারের পরীক্ষা অফলাইনেই হবে। অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছেন বিভিন্ন জায়গায় সিলেবাস শেষ হয়নি। সেই সমস্যার সমাধানে সিন্ডিকেটের পক্ষ থেকে কলেজগুলিকে জানানো হয়েছে, যদি তাদের সিলেবাস শেষ না হয়ে থাকে তাহলে যেন দ্রুত সেই কাজ করা হয়।
Find out more: