আজ দেশের ৫৭ টি রাজ্যসভা আসনে নির্বাচন৷ কিন্তু নির্বাচন কমিশনের ঘোষণা মতো ১৫টি রাজ্যে ৫৭ আসনে রাজ্যসভা ভোট হলেও ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১টি রাজ্যের ৪১টি রাজ্যসভা আসনে ফলাফল একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। তাই মূলত চার রাজ্যে ১৬টি রাজ্যসভা আসনের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড,বিহার, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই ১৫ রাজ্যের ৫৭ রাজ্যসভা আসনে ভোট হচ্ছে। জুন থেকে অগাস্টের মধ্যে এই রাজ্যগুলিতে রাজ্যসভার একাধিক সদস্যদের অবসর নেওয়ার কথা রয়েছে৷
হরিয়ানায় দুটি রাজ্যসভা আসন রয়েছে। এই রাজ্যে একটি আসনে জিততে গেলে ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি ও কংগ্রেস একটি করে আসন পেতে পারে এই রাজ্যে। রাজস্থানে মোট ৪টি রাজ্যসভা আসনে ভোট হবে। এখানে ২টি আসন সরাসরি কংগ্রেসের খাতায় যাবে। একই সঙ্গে একটি যাবে বিজেপির খাতায়। এখানে একটি আসনের জন্য ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে একটি আসনের জন্যই মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে আজ। এই রাজ্য থেকে মনোনয়ন পেশ করেছেন বিজেপি সমর্থিত নির্জল প্রার্থী সুভাষ চন্দ্র। মহারাষ্ট্রে ৬টি আসনে নির্বাচন চলেছে। রাজ্যসভার একটি আসনের জন্য এই রাজ্যে ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। মহারাষ্ট্রে তিনটি আসন মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি জোটের খাতায় যেতে পারে। একটি আসনে জিততে পারে বিজেপি। এ ছাড়া একটি আসনের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আজ। বিজেপি শাসিত কর্ণাটকের ৪টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হতে চলেছে। তাদের মধ্যে দুটি আসনে বিজেপি ও একটিতে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। চতুর্থ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে তুরুপের তাস জেডিএস।
Find out more: