মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমল সূত্রে খবর, মঙ্গলবার সুনির্দিষ্ট কোনও সূচি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিকালে রাজধানীতে পৌঁছনোর পর বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। বুধবার বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। রাজনৈতিক গুরুত্বের বিচারে যে বৈঠক এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়ে যদি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিতে সফল হয়, তবে এই বৈঠক হতে চলেছে তার মহড়া।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে বিরোধী দলগুলোকে নিয়ে সমাবেশের আয়োজন করেছিলেন মমতা। তবে সেবার জোট গঠনে সফল হননি। এবার আবার উদ্যোগী তিনি। ২ বছর আগে থেকেই তাঁর এই উদ্যোগে এটা পরিষ্কার যে, লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী।

অন্যদিকে, আজ নাকাল হবে মহানগর। মঙ্গলবার সকাল থেকে সারাদিন বিভিন্ন কর্মসূচিতে শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করবে পুলিশ। তার জেরে ঘুরপথে যেতে হবে বেশ কিছু রুটের বাস এবং ছোট গাড়িকে। মঙ্গলবার যানজটে জেরবার হবে শহরবাসী মিটিং মিছিলের দৌলতে। আজ, মঙ্গলবার ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ঠিক কী লেখা হয়েছে ফেসবুক পোস্টে?‌ কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, সকাল ১১টা থেকে নানা কর্মসূচি রয়েছে শহরে। সকাল ১১টায় মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে একটি অনুষ্ঠান রয়েছে। দুপুর ১২টায় কলেজ স্ট্রিটের বিভিন্ন রাস্তায় রাজনৈতিক মিছিল রয়েছে। তাই এন সি স্ট্রিট, আর এ কিদোয়াই রোড, এস এন ব্যানার্জী রোড এবং ডোরিনা ক্রসিংয়ে যানজট হতে পারে।

Find out more: